/anm-bengali/media/media_files/2025/05/06/jzc1wjLxmZi43Xug6GMv.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হওয়া বাংলার জওয়ান ঝন্টু আলি শেখ-এর পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক বৈঠকে শহিদ জওয়ানের স্ত্রী শাহানাজ শেখকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। একইসঙ্গে, সুতির কাশিমনগরে ওয়াকফ অশান্তির জেরে নিহত এজাজ আহমেদ-এর পরিবারকেও আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা করা হয় এদিন।
তেহট্টের বাসিন্দা শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রী ও দুই সন্তানকে এদিন মঞ্চে ডেকে আনেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রী নিজে শাহানাজ শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন এবং জানান, “সরকার সবসময় আপনাদের পরিবারের পাশে রয়েছে”। শহিদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা শুধু প্রতিশ্রুতি রক্ষা নয়, আমাদের দায়িত্ব”।
/anm-bengali/media/media_files/2025/04/26/fIGeGMi1IMTSPXrtuM1i.png)
কাশিমনগরের ওয়াকফ সংক্রান্ত অশান্তির মধ্যে প্রাণ হারানো এজাজ আহমেদ-এর পরিবারকেও ডেকে মঞ্চে তোলা হয়। মুখ্যমন্ত্রী পরিবারের একজনকে সরকারি চাকরি ও আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন।
এই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি পরিষেবার আওতায় এনে আরও মানবিক মুখ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us