কয়লাখনি অঞ্চলে কাশ্মীরের স্বপ্নিল দৃশ্য! বৃষ্টি আর আগুনের মেলবন্ধনে ঘন ধোঁয়ার চাদর

এখন দেখার বিষয়, প্রশাসন এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-16 164511

হরি ঘোষ, জামুড়িয়া: কাশ্মীর বা সুইজারল্যান্ডের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেওয়া এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারি এলাকায়। কিন্তু এ কোনো পাহাড়ি প্রান্তরের তুষার নয়, বরং কয়লা খনির ভয়ঙ্কর বাস্তবতার এক অনন্য রূপ।

গত রাত থেকে এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টির ফোঁটা পড়তেই কেন্দা অঞ্চলের সালডাঙা ওসিপি খনিতে জ্বলতে থাকা আগুনের সঙ্গে মিশে চারপাশে সৃষ্টি হল ঘন ধোঁয়ার কুণ্ডলী। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন গোটা এলাকাজুড়ে সাদা বরফের চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতি। স্থানীয় এক বাসিন্দা বলেন, "সকালবেলা হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল যেন মেঘ নেমে এসেছে। কিন্তু পরে বুঝতে পারলাম, খনির আগুনের ধোঁয়া বৃষ্টির সঙ্গে মিশে এই দৃশ্য তৈরি করেছে"।

খনি এলাকাজুড়ে এই অস্বাভাবিক দৃশ্য অনেককে কৌতূহলী করলেও, এর মধ্যে লুকিয়ে রয়েছে এক বড় বিপদের ইঙ্গিত। কয়লাখনির নীচে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি স্থানীয় মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও তা গুরুতর হুমকি।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Screenshot 2025-09-16 164433