New Update
/anm-bengali/media/media_files/2025/10/21/whatsapp-image-2025-10-21-2025-10-21-17-19-20.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খয়েরপুর: অন্যান্য বছরের মত আলোর উৎসব দীপাবলিতে এ বছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন খয়েরপুরের পশ্চিম নোয়াবাদী এলাকার কাসেম মিয়া। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি ও শ্রদ্ধায় ১৫ বছর ধরে মাতা ত্রিপুরাসুন্দরীর পুজো করে আসছেন তিনি। আজ থেকে ১৫ বছর আগে নাকি মা ত্রিপুরাসুন্দরী তাকে স্বপ্নে বলেছেন যাতে তিনি মায়ের পূজা করেন। সেই থেকেই তিনি মায়ের পূজা করে আসছেন। প্রথমে পারিবারিকভাবে নিজেরা এই পূজা করে আসছিলেন। তারপরে বর্তমানে এলাকার হিন্দু ধর্মাবলম্বীর মা-বোনেরাও কাসেম মিয়ার বাড়ির পুজোতে সহায়তা করে থাকেন। কাসেম মিয়ার পুজোকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির আনন্দে মেতে ওঠেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/21/whatsapp-image-2025-10-21-2025-10-21-17-19-06.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us