New Update
/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-16-10-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পিংলা ব্লকের পক্ষ থেকে বুধবার সকালে করম পূজার আয়োজন করা হল। উপস্থিত ছিলেন পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতি, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিংসহ অনান্যরা। পিংলা ব্লকের ১ নং কুশুমদা গ্রাম পঞ্চায়েতের সুতচড়া এলাকায় এই পুজোর আয়োজন করা হয়। আদিবাসী ভূমিজ সমাজের রীতি-নিয়ম মেনে এদিনের এই পুজোর আয়োজন করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-16-10-51.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us