দিনভর বৃষ্টিতে কাঁসাই নদীর জল ভাবাচ্ছে চাষিদের

কি ঘটল বৃষ্টিতে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-08 at 2.20.04 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দিনভর বৃষ্টি, অপরদিকে কাঁসাই নদীতে ভরা জল। বিঘার পর বিঘা চাষের জমি জল জমে থৈ থৈ অবস্থা। ক্ষতির মুখে বীজতলা। চিন্তিত কৃষকরা। "নজর রাখা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণের রিপোর্ট তৈরি হবে", বলেন বিডিও। 

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়্যা ও শালডহরী মৌজায় ঘটেছে। গত কয়েকদিনের বৃষ্টি এবং গতকাল দিনভর বৃষ্টিতে বিঘার পর বিঘা জমির বীজতলা নষ্ট হয়ে গিয়েছে। কাঁসাই নদীতে ভরা জল। তাই মাঠের জল নদীতে প্রবেশ করতে পারছে না। সেচের খাল নিকাশিও ঠিক নেই সেইভাবে। তাই বৃষ্টির জলে মাঠ থৈ থৈ করছে। মাথায় হাত চাষীদের। বর্ষার মুখেই যদি এই পরিস্থিতি তাহলে আগামীতে কী হবে তা নিয়ে চিন্তিত তারা।

অপরদিকে এই নিয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেছেন যে এই বিষয়টি সত্যি যে একাধিক জায়গায় চাষের জমি জলের তলায়। বীজতলা নষ্ট হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে কথা বলেছেন তিনি। 

ar

Screenshot 2025-07-08 135819