কঙ্কালীতলায় ভক্তদের ঢল, বিশেষ নজরদারি শান্তিনিকেতন থানার

বীরভূমে তারাপীঠ ছাড়াও ভক্তদের কাছে আরো এক আকর্ষণের কেন্দ্র এই মন্দির।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 1.24.02 PM

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র স্থান বোলপুরের কঙ্কালীতলায় আজ কালীপুজোর বিশেষ আয়োজন। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম মন্দির প্রাঙ্গণজুড়ে। পুজো উপলক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভক্তদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণে শান্তিনিকেতন থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। মন্দির কমিটিও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

Kankalitala Temple, Shantiniketan - Timing, History & Photos