ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কংসাবতী! মিলল প্রমাণ

কংসাবতী নদীর স্বাস্থ্য খতিয়ে দেখতে গিয়ে বিস্ময়কর ছবি উঠে এল।

New Update
WhatsApp Image 2023-11-14 at 09.22.37.jpeg

File Picture

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র ছাত্রীদের এক সমীক্ষায় কংসাবতী নদীর স্বাস্থ্য খতিয়ে দেখতে গিয়ে বিস্ময়কর ছবি উঠে এল। নদীর স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।

তাঁদের কথা অনুযায়ী, কোথাও অতিরিক্ত বালি উত্তোলন, কোথাও জবর দখল করে চাষাবাদ। তো আবার কোথাও কচুরিপানা দিয়ে নদীর গতিরুদ্ধ! যার ফলে কংসাবতী নদী তার স্রোত নাব্যতা হারিয়ে অনিকেত ড্যামের কাছে বহুদিন ধরে মৃতপ্রায়। নদী বাঁধের কাছে দিনেদিনে জলস্তরও নামছে যার ফলে নদীর নিত্যবহমানতা আর নেই বলেই চলে।

নদীর উপর নির্ভরশীলতার মাত্রা বাড়ায় বিশেষ করে নদী গর্ভে বালি উত্তোলন, দূষণ ও প্লাবনভূমিতে চাষবাস ও নদীর ল্যান্ডস্কেপ আকার ক্ষুদ্র হওয়ায় নদীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। সাম্প্রতিক কালে বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয়ের পক্ষে কংসাবতী নদী নিয়ে যে গবেষণা করা হয়েছিল তাতেও ঠিক এই ভাবেই কংসাবতী নদীর স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আর আজ তাতেই মান্যতা দিল মহিলা মহাবিদ্যালয়ের রিপোর্টও।

hiren