কংসাবতীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নামলো ডুবুরি, শিলাবতীতে উদ্ধার বৃদ্ধার দেহ

শনিবার সকালে ডুবুরি দিয়ে খোঁজ শুরু হয় কংসাবতী নদীতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-28 aytut

File Picture

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর সদরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে নামলো ডুবুরি। গত বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে কংসাবতী নদীর জলে গঙ্গাধর সামন্ত নামে এক ব্যক্তিকে তলিয়ে যাওয়ার দাবি করেন তার সঙ্গীরা। চারদিন ধরে কংসাবতী নদী বক্ষে তল্লাশি জারি সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের। শনিবার সকালে ডুবুরি দিয়ে খোঁজ শুরু হয় কংসাবতী নদীতে।

ঘটনাটি মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার। ওই গ্রামের বাসিন্দা গঙ্গাধর সামন্ত(৪০) বেশ কয়েকজনের সঙ্গে কংসাবতী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় জলের স্রোতে ভেসে যান বলে তার সঙ্গীদের দাবি। ওই রাত থেকে কংসাবতী নদীতে সিভিল ডিফেন্স, গুড়গুড়িপাল থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে। কোনো খোঁজ খবর না মেলায় শনিবার সকালে নদীতে নামাতে হল ডুবুরি। তাতেও কোন হদিস মেলেনি বলেই জানা যাচ্ছে। 

WhatsApp Image 2025-06-28 ao56

অন্যদিকে শিলাবতী নদীর জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধা। পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি গোয়ালতোড় থানার অন্তর্গত আষার গ্রামের। মৃত বৃদ্ধার নাম গীতারানী চৈরা (৬৩)। বাড়ি আষার গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিলাবতী নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন। পরে নদীর তীরে গিয়ে ওই বৃদ্ধার হাতে থাকা লাঠি পড়ে থাকতে দেখলেও বৃদ্ধাকে খুঁজে পাওয়া যায়নি। খবর যায় গোয়ালতোড় থানায়। পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করলে পাঁচ ঘন্টা পর মৃতদেহ নদীর জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারীরা।