/anm-bengali/media/media_files/2025/07/11/whatsapp-image-2025-07-11-at-180847-2025-07-11-18-49-02.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিন্নচাপ, অতি বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীতে জল বাড়ছে দ্রুত গতিতে। সেই সঙ্গে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ময়নার পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। নদী তীরবর্তী গ্রাম গুলির মানুষজনদের মধ্যে আতঙ্ক বাড়ছে।
গতকালই সেচ দফতরের আধিকারিকরা বৈঠক করেন আর কংসাবতী নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। গত কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে যায় পাঁশকুড়ার ডোমঘাটের বাঁশের সেতু। সেই এলাকায় নৌকার মাধ্যমে পারাপার এর কাজ চলছিল। নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় নিরাপত্তার জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছু কিছু এলাকায় বেশ কয়েকটি বাড়ি ফের গেছে নদীর গ্রাসে। তবে প্রশাসনিক দিক থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।
মূলত কয়েকদিনের নিম্নচাপের লাগাতার বৃষ্টি, সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে জেলার নানা প্রান্তে নদীগুলোতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমায় রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদী। আজ সকাল থেকেই অন্যান্য দিনের মতো দ্রুততার সঙ্গে চলছে মাটির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ।
সব মিলিয়ে পূর্বতম বন্যা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এর কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে।