ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

ফের বন্যার আতঙ্ক পাঁশকুড়ায়, কংসাবতী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে

নিরাপত্তার জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-11 at 18.08.47

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিন্নচাপ, অতি বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীতে জল বাড়ছে দ্রুত গতিতে। সেই সঙ্গে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ময়নার পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। নদী তীরবর্তী গ্রাম গুলির মানুষজনদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

গতকালই সেচ দফতরের আধিকারিকরা বৈঠক করেন আর কংসাবতী নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। গত কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে যায় পাঁশকুড়ার  ডোমঘাটের বাঁশের সেতু। সেই এলাকায় নৌকার মাধ্যমে পারাপার এর কাজ চলছিল। নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় নিরাপত্তার জন্য নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছু কিছু এলাকায় বেশ কয়েকটি বাড়ি ফের গেছে নদীর গ্রাসে। তবে প্রশাসনিক দিক থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

মূলত কয়েকদিনের নিম্নচাপের লাগাতার বৃষ্টি, সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে জেলার নানা প্রান্তে নদীগুলোতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমায় রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদী। আজ সকাল থেকেই অন্যান্য দিনের মতো দ্রুততার সঙ্গে চলছে মাটির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ।

সব মিলিয়ে পূর্বতম বন্যা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এর‌ কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে।