/anm-bengali/media/media_files/2024/12/09/3D3oEH1OXPyABsh2AJXi.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। শীতের পূর্বাভাস দিয়ে দিল আইএমডি। কেননা গতকাল থেকেই মরশুমের প্রথম তুষারপাত পেয়েছে সিমলা। যা নিয়ে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। একই সাথে কাশ্মীরেও হয়েছে নতুন করে তুষারপাত। তবে কাশ্মীরে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে তুষারপাত। তবে আজ নতুন করে তুষারপাত হওয়ায় সেই দিক থেকেও ঠান্ডা বাতাস ঢুকছে এদিকে। তাই সব মিলিয়ে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজধানীতে।
#WATCH | Himachal Pradesh | Tourists enjoy after Manali receives the first snowfall of the winter season
— ANI (@ANI) December 9, 2024
Visuals from Solang pic.twitter.com/4n2gE7hXUb
#WATCH | Thick white blanket of snow covers Badrinath town in Uttarakhand's Chamoli pic.twitter.com/QpUTfoSvxI
— ANI (@ANI) December 9, 2024
তবে শুধু রাজধানী নয়, এরাজ্যেও ঠান্ডার প্রভাব বাড়তে চলেছে। কেননা আজ সেই কথা জানান দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। সপ্তাহের প্রথম দিনে কাঞ্চনজঙ্ঘা দর্শন পর্যটকদের। সাদা বরফের চাদরে আবৃত কাঞ্চনজঙ্ঘা এদিন এই ভাবেই প্রবল শীতের আগমনী বার্তা দেয় সকলকে।
/anm-bengali/media/media_files/2024/12/09/vghkjj.png)
সোমবার সকালে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে খুশি পর্যটকেরা। গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এএনএম নিউজের ক্যামেরায় উঠে এলো সেই ছবি।
/anm-bengali/media/media_files/2024/12/09/crfyhh.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us