New Update
/anm-bengali/media/media_files/2025/02/08/EtF0BFqv1FgPflvvUxRw.webp)
ফাইল চিত্র
নিজস্বসংবাদদাতা: নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয় চারজন মহিলার। ইতোমধ্যে বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছিল ফরেন্সিক দল। আবার, স্থানীয় বাসিন্দাদের কেউ এই দাবি তুলেছেন, ঘরে ঘরে তৈরি হয় বাজি। আবার কেউ জানিয়েছেন, যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে তৈরি হতো চকোলেট বোমা। প্রশ্ন উঠছে, কল্যাণীর রথতলা আদতে বসে আছে বারুদের স্তূপে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us