New Update
/anm-bengali/media/media_files/2025/03/25/UculgVZKkopIOUXU661B.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মিশন লাইফ প্রোগ্রামের অধীনে প্রকৃতির অধ্যায়ন শিবির, কর্মশালা ও মডেল প্রদর্শনীর আয়োজন করল আলিপুরদুয়ারে। অতিথি হিসেবে সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র। তিনি বলেন, "এখানে আমরা ৭টা লক্ষ্য ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করেছি যেমন প্লাস্টিক বর্জন করো, জলের অপচয় বন্ধ করো, শক্তির ব্যবহার যতটুকু সম্ভব কম করো, বর্জ্য ব্যবস্থাপনাকে ঠিক রাখো এবং খাদ্যের অপচপয় কমিয়ে সুস্থায়ী খাদ্য গ্রহণ করো প্রমুখ"। তিনি আর কি বললেন শুনে নেওয়া যাক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us