New Update
/anm-bengali/media/media_files/2025/12/11/whatsapp-image-2025-12-11-2025-12-11-14-55-31.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরে কল্পতরু মেলার সূচনা। বৃহস্পতিবার মা সারদার জন্ম তিথিতে খুঁটি পুজো করে মেলার কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ মেলা কমিটির কল্লোল ব্যানার্জি দীপঙ্কর লাহা প্রমূখ। ৫৭ বছরে পদার্পণ করতে চলেছে এই মেলা। এদিন এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,"দুর্গাপুরের ঐতিহ্যবাহী এই মেলায় বহু মানুষের আগমন হয়। ভাবের আদান-প্রদান হয়। পয়লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/11/whatsapp-image-2025-12-11-2025-12-11-14-55-51.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us