চলছে কালীগঞ্জ উপনির্বাচনের গণনা, কার অবস্থান কোথায় জেনে নিন

আলিফা আহমেদ প্রাক্তন মন্ত্রী নাসিরুদ্দিন আহমেদের কন্যা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: চলছে কালীগঞ্জ উপনির্বাচনের গণনা। ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনা শেষ হয়েছে। এমনকি ইভিএমের তৃতীয় রাউন্ডের গণনাও শেষ হয়েছে। এবং সেই ফলাফলে পরিষ্কার, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এখনই বেশ ভালোভাবে লিড বজায় রেখেছেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তৃতীয় রাউন্ড শেষে আলিফা পেয়েছেন ১৩ হাজারের বেশি ভোট, আর তিনি ৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কে কোথায়?
আলিফা আহমেদ (তৃণমূল): ~ ১৩,৭৬১ ভোট
আশিস ঘোষ (বিজেপি): ~ ৬২৯৭ ভোট
কাবিলউদ্দিন শেখ (বাম-সমর্থিত কংগ্রেস): ~ ৫৩০১ ভোট

কর্পোরেট জীবন ছেড়ে মাটি ছোঁয়া রাজনীতিতে আসা আলিফা আহমেদ প্রাক্তন মন্ত্রী নাসিরুদ্দিন আহমেদের কন্যা। বাবার রাজনৈতিক পরিচিতিকে ঘিরে তৃণমূল নেতৃত্বের মধ্যে শুরু থেকেই ছিল উচ্চ প্রত্যাশা। তৃতীয় রাউন্ডের গণনার পর ফলাফলে সেই আস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে।

Screenshot 2025-06-23 10.57.20 AM

প্রথম রাউন্ডে যদিও চমক দেখিয়েছিল বাম-কংগ্রেস জোট। সেই সময় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন কংগ্রেসপ্রার্থী কাবিলউদ্দিন শেখ। তবে তৃতীয় রাউন্ডের গণনা শুরু হতেই বদলাতে থাকে ফলাফল। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি এবং বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী কাবিলউদ্দিন শেখ নেমে যান তৃতীয় স্থানে। গণনা হবে ২৩ রাউন্ড ধরে। তাই ফলাফল কোন দিকে গড়ায় সেই দিকে নজর রাখতে হবে।