কলাইকুন্ডার কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যু

এদিন কারখানার উপরের অংশে কাজ করছিলেন দুই শ্রমিক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় একটি বেসরকারি কারখানায় কাজ করার সময় মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতদের নাম চন্দন অধিকারী (২৭) ও ধনঞ্জয় মিদ্যা (৩৭)। চন্দনের বাড়ি গোকুলপুর এলাকায়, আর ধনঞ্জয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কারখানার উপরের অংশে কাজ করছিলেন দুই শ্রমিক। কীভাবে তাঁরা নিচে পড়ে যান তা স্পষ্ট নয়। দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

publive-image

খবর পেয়ে হাসপাতালে পৌঁছন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায়। তিনি বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। কী কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে”। শনিবার দুই মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।