New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/aetyapLmRvwUapwKpTrB.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯০। রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্র জ্যোতিপ্রসাদ। তাঁর বাড়ি বাঁকুড়ার প্রনবান্দপল্লী এলাকায়।
/anm-bengali/media/post_attachments/471d37cc-1ad.png)
বাঁধা ধরা নিয়মে না হলেও, প্রতিদিন স্কুলে যাওয়া, পাশাপাশি গৃহ শিক্ষকের কাছেও পড়াশোনা করত জ্যোতিপ্রসাদ। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে জ্যোতিপ্রসাদ। পাশাপাশি গল্পের বই পড়া তার পছন্দের তালিকায়। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় জ্যোতিপ্রসাদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us