ফের আগুনের গ্রাসে শেষ আরও এক জুটমিল

১০ দিনের মাথায় হাওড়ার আরও এক জুটমিল জতুগৃহে পরিণত হল।

New Update
hoooh.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের ফোরশোর রোডে জুটমিলে আগুন। ভস্মীভূত গোটা জুটমিল। মাত্র ১০ দিনের মাথায় হাওড়ার আরও এক জুটমিল জতুগৃহে পরিণত হল।

যা জানা যাচ্ছে, এদিন বিজয় শ্রী জুট মিলে আগুন লাগে। ভোর সাড়ে পাঁচটার সময় প্রথম মিলে আগুন দেখা যায়। তখনই খবর দেওয়া হয় দমকলকে। কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই আগুনের গ্রাসে চলে আসে সম্পূর্ণ জুটমিল। গোডাউনের ভিতর যেখানে আগুন লাগে, সেখানে মজুত ছিল প্রচুর পরিমান জুট। দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার বেশি। প্রায় ঘন্টা তিনেক পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের আধিকারিকরা। এখন হাল্কা ধোঁয়া দেখা যাচ্ছে ওই এলাকায়।

hiren