New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক বাজার সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে বিজেপির সাংগঠনিক মিটিংয়ে বিজেপিতে যোগদান করলো প্রায় ২০০ সিপিএম, সিপিআই ও ফর্ডওয়ার্ড ব্লকের কর্মীরা।
/anm-bengali/media/post_attachments/d16209b1-0dd.png)
এদিন ওই গেস্ট হাউসে ৫ টি সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্যের ইনচার্জ মঙ্গল পান্ডে।
/anm-bengali/media/post_attachments/2de30d83-d66.png)
সঙ্গে ছিলেন শতীশ ঘন্ড, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ অন্যান্যরা। এদিন মিটিং শেষে এই যোগদান কর্মসূচি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us