/anm-bengali/media/post_banners/SdKnPPjIBaRQ0ENAK9z4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনার দাবীতে গতকাল দুর্গাপুজোর কার্নিভালের প্রতিবাদ জানাতে জুনিয়র চিকিৎসকরা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন। এই কার্নিভালে গতকাল বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন। অপরদিকে, মুখ্যমন্ত্রীর ডাকা কার্নিভালে পুজো কমিটিগুলির সাথে ঘটা কিছু অপ্রীতিকর বিক্ষিপ্ত ঘটনার কথা সামনে এসেছে।
এই আবহেই আজ তৃৃণমূল নেতা কুণাল ঘোষ এক টুইট করেছেন। তিনি লেখেন, '' গতকাল কার্নিভাল থেকে ফেরার সময় পুজো কমিটির সঙ্গে যে অসভ্যতা হয়েছে, তার জন্য দায়ী জুনিয়র ডাক্তাররা। রাস্তা আটকে যে অসৌজন্যের মঞ্চটা তাঁরা দিনক্ষণ দেখে তৈরি করে দিলেন একটি অবসাদগ্রস্ত রাজনৈতিক শক্তিকে, বিষয়টা মাথায় রাখা ভালো। ''
গতকাল কার্নিভাল থেকে ফেরার সময় পুজো কমিটির সঙ্গে যে অসভ্যতা হয়েছে, তার জন্য দায়ী জুনিয়র ডাক্তাররা। রাস্তা আটকে যে অসৌজন্যের মঞ্চটা তাঁরা দিনক্ষণ দেখে তৈরি করে দিলেন একটি অবসাদগ্রস্ত রাজনৈতিক শক্তিকে, বিষয়টা মাথায় রাখা ভালো।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 16, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us