New Update
/anm-bengali/media/media_files/veno1ALMM7WYDzHmyPIb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই আজ আরজি কর হাসপাতালে কর্ম বিরতিতে বসেছে চিকিৎসকদের একাংশ।
/anm-bengali/media/media_files/yHaWpOXdq3cbavDtrWqP.jpg)
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ শুরু করেছে জুনিয়ার ডাক্তাররা। আজ প্রথমে এমারজেন্সীর সামনে এবং তার কিছুক্ষণ পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থান ও কর্মবিরতিতে সামিল হয় তারা।
/anm-bengali/media/media_files/26tDAhjZ7V8J0bAcVMBo.jpg)
জুনিয়ার ডাক্তারদের তরফে জানানো হয়েছে যে, যতদিন না তাঁদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত তাঁদের কর্মবিরতি চালু থাকবে। একমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে।
/anm-bengali/media/media_files/Rbz13oeJ9lANtlJiVCd3.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us