নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তাররা এখনও লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসে আছেন। তারা তাদের সিদ্ধান্তে অনড়।
/anm-bengali/media/media_files/i5CSl12ek03jOHmKDRki.jpg)
সেই জায়গায় আন্দোলনরত এক জুনিয়র ডাক্তাররা বলেছেন, "পুলিশ কমিশনার এখানে না আসা পর্যন্ত এবং পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানে বসে থাকব।
/anm-bengali/media/media_files/FVIT5VTL1L3A9wvavAhf.webp)
যতক্ষণ না আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করব ও ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।"