/anm-bengali/media/media_files/2025/06/01/92DFfhOK6KNHV7BV5Min.jpeg)
পশ্চিম মেদিনীপুর:- কথা দিয়ে কথা রাখলেন সাংসদ জুন মালিয়া। মেদিনীপুর জেলার অন্তর্গত অন্যতম পর্যটন স্থান মন্দিরময় গ্রাম পাথরা। লোকসভা নির্বাচনের সময় ভোট প্রচারে গিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার উন্নয়ন করবেন তিনি। ভোটে জেতার পর ২০২৫ সালে পাথরা এলাকায় যাওয়ার কথা জানান তিনি। এই কথা শোনার পরে এলাকার মানুষ খুশিতে মেতে উঠেছে। এই জায়গায় পর্যাপ্ত ভাবে থাকার ব্যবস্থা এবং পরিদর্শনের সঠিক ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।
/anm-bengali/media/post_attachments/ebf20c00-658.png)
সাংসদও বলেন মন্দিরময় এলাকায় পৌঁছে আমিও অভিভূত।
/anm-bengali/media/post_attachments/a5a7e77e-537.png)
এই জায়গাকে সংস্কার করে ছোট্ট পার্ক এর আকার দিয়ে পর্যটন গড়ে তুলবেন বলে জানান জুন মালিয়া। মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই পাথরা গ্রাম। ছোট-বড় ৩৪ টি মন্দির রয়েছে এই গ্রামে। তাদের মধ্যে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। সরকারের প্রতিষ্ঠান থেকে সংস্কার হয়ে নতুনভাবে গড়ে উঠুক পর্যটন কেন্দ্র এমনটাই চান এলাকার মানুষ। নদীর ধারে যে পার্ক ছিল তাও কার্যত খারাপ অবস্থায়। সাংসদ জুন মালিয়া যদি সম্পূর্ণ এলাকা সংস্কার করে স্থানটিকে আগের মত আবার সাজিয়ে তোলে তাহলে এই স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে মেদিনীপুরের মানচিত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us