নির্বাচন, মা কালীর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু জুন মালিয়ার

মেদিনীপুর থেকে আজ লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন জুন মালিয়া।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
জক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুরঃ জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ সকালে মেদিনীপুর শহরের বড়তলা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সূত্রে খবর, এদিন শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন জুন মালিয়া। জানা গিয়েছে, মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জুনের রোড শো। জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলেন, হাত জড়ো করে নমস্কার করে সৌজন্য বিনিময় করেন। সেই সঙ্গে ওই এলাকায় জুন মালিয়ার নির্বাচনী প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, প্রায় ৭০ ফুটের তৃণমূল যুব কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে মিছিল করতে দেখা যায় দলীয় যুব কর্মীদের। এই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের আবীর আগরওয়াল। যেভাবে মানুষের ভিড় ছিল তা দেখে খুশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া।

,ম

তিনি বলেন, "আমাকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী করায় আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের পাশে আরও ভালোভাবে থাকতে পারি ও আপনাদের সঙ্গে নিয়ে এলাকার যেন আরও উন্নয়ন করতে পারি। তাই রাজ্য সরকারের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।" 

Add 1