/anm-bengali/media/media_files/RMCvRiiD7ZTNY2ZmY2v8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে ফের একবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপি (BJP) সূত্রের খবর, জে পি নাড্ডা জুনে বাংলা সফরে আসছেন। জেপি নাড্ডার বাংলা সফর জেলা সংগঠনকে শক্তিশালী করতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলে আশা করছে বিশিষ্ট মহল। বিজেপি সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শুরুতে জেপি নাড্ডা-সহ কেন্দ্রীয় নেতাদের একটি দল পশ্চিমবঙ্গ সফরে আসবে। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার কৌশল নিয়েছে বিজেপি ।
বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। দলীয় কোন্দল রোধ এবং জেলা সংগঠনকে শক্তিশালী করতে আগামী মাসের শুরুতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।