তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে ১৫০ জন!

পঞ্চায়েত নির্বাচনের আগে অব্যাহত দল বদলের খেলা। বিজেপিতে যোগ দিল ১৫০ জন। তৃণমূল-কংগ্রেস-সিপিএম ছেড়ে ভিড় গেরুয়া শিবিরে।

author-image
Pallabi Sanyal
New Update
12

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :  নির্বাচন এলেই দল বদলের খেলা দেখা যায়। যেমনটা দেখা গেলো মহিষাদল ব্লকের নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের গাজিপুর এলাকার ১১৪ নম্বর বুথে। রবিবার রাতে এলাকার তৃণমূল,  সিপিএম ও কংগ্রেস  থেকে প্রায় ১৫০ জন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিষাদল বিধানসভার বিজেপি প্রার্থী, কৃষক মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ ব্যানার্জি,  বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ দাস। প্রধানমন্ত্রীর কাজে খুশি হয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যোগদান করায় লড়াইয়ে পথ অনেকটাই শক্ত  হলো বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। আগামিদিনে বাংলার পাশাপাশি  মহিষাদল থেকে দুর্নীতির সাথে যুক্ত শাসকদল তৃণমূলকে পরাস্ত করতে সাধারণ মানুষ বিজেপির সাথে যুক্ত হচ্ছে বলে মনে করছেন দলীয় কর্মীরা।আগামীদিনে স্বচ্ছ সুন্দর বাংলার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন বলে জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ দাস।

123



যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। স্থানীয় তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, 'ব্লকের অধিকাংশ আসনে প্রার্থী খুঁজে পায়নি। সেই দলে আবার শাসকদল থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান! হাস্যকর ছাড়া কিছু না। সাধারণ মানুষ কাদের সাথে আছে তা ১১  জুলাই পরিষ্কার হয়ে যাবে।''