New Update
/anm-bengali/media/media_files/2024/11/04/7RJRgzEbfjSXYTkhZggD.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। দুই নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য শম্পা মাহাতো এবং মাধব মাহাতো বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকের তৃণমূল কংগ্রেসের নির্বানী প্রচার চলার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/74279366-fd3.png)
তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরার নেতৃত্বে বিশাল জমায়েতে খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উপস্থিতিতে তারস যোগ দিলেন। তাঁরা দলের প্রচার আরও জোরদার করবে বলেন জানান।
/anm-bengali/media/post_attachments/e0715957-f22.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন।
c
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us