অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

পাল্লা আরো ভারী হল তৃণমূলের

পালাবদল আজও চলছে। পঞ্চায়েত নির্বাচন করে পশ্চিম মেদিনীপুরে বোর্ডও গঠন করে ফেলেছে তৃণমূল। তারপরেও বিরোধীরা ঝুঁকছে শাসক শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টানেই নাকি এই যোগদান।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :  গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন হতেই যোগদান সভার আয়োজন তৃণমূল কংগ্রেসের।সিপিএমের দুজন পরাজিত প্রার্থী সহ সিপিএম,বিজেপি ও ISF থেকে ১৫০ জন কর্মী যোগদান সভায় তৃণমূলে যোগদান করল।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুরে বৃহস্পতিবার বিকেলে একটি যোগদান সভার আয়োজন করে ভগবন্তপুর ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস।অঞ্চল তৃণমূল নেতৃত্বের দাবি,এই যোগদান সভায় বিরোধী রাজনৈতিক দল থেকে ১৫০ জন তৃণমূলে যোগদান করে,এদের মধ্যে অঞ্চলের সিপিএম,বিজেপি ও ISF এর সক্রিয় কর্মীরা উপস্থিত ছিল।এছাড়াও পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়ে পরাজিত হওয়া সিপিএমের  দু'জন প্রার্থী যোগদান সভায় তৃণমূলে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।যোগদান সভায় উপস্থিত ছিলেন ভগবন্তপুর-২ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান,উপপ্রধান। তৃণমূলে যোগ দেওয়া বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের দাবি,মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তাতে সামিল হওয়ার জন্যই স্বেচ্ছায় তারা তৃণমূলে যোগদান করেছে।এবিষয়ে ভগবন্তপুর-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও ব্লক কমিটির সদস্য ইসমাইল খাঁন জানান,সিপিএম,বিজেপি ও ISF থেকে ১৫০ জন তৃণমূলে যোগদান করেছে,সিপিএমের পরাজিত ২ জন প্রার্থীও যোগদান সভায় তৃণমূলে যোগদান করেছে।পঞ্চায়েত ভোটের পর এরা ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিয়েছে আর ২৪ শের লোকসভা ভোটে বিজেপি আর দেশে ক্ষমতায় ফিরবেনা এটাও এরা বুঝতে পেরেছে।যদিও তৃণমূলের এই যোগদান সভাকে কটাক্ষ করেছে বিজেপি,বিজেপির চন্দ্রকোনা উত্তর মন্ডলের সভাপতি সুকান্ত দোলই জানিয়েছেন,এই অঞ্চলে তৃণমূলেরই দুটি গোষ্ঠী রয়েছে একটি গোষ্ঠী তাদের মতো করে প্রধান উপপ্রধান নির্বাচন করে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে আর অপর গোষ্ঠী এখন পিছিয়ে পড়েছে,তাদেরই কর্মী ও তৃণমূলের একটি গোষ্ঠীর কয়েকটি পরিবারকে বিজেপির নাম দিয়ে যোগদানের নাটক করিয়েছে,বিজেপির কেউ তৃণমূলে যোগ দেয়নি তারা দলেই রয়েছে।
উল্লেখ্য,ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের মোট ২১ টি আসন,তৃণমূল-১৮ টি,নির্দল-২,বিজেপি-১ টি করে আসনে জয়লাভ করে,পঞ্চায়েত সমিতির ৩ টি আসন, ৩ টিতেই তৃণমূল জয়লাভ করে।