চাকরিচ্যুত শিক্ষকের রাষ্ট্রপতির কাছে গেল চিঠি, আত্মবলিদানের আবেদন কিসুন বেসরার

মঙ্গলবার একই বার্তা রাষ্ট্রপতির দপ্তরে ইমেল মারফতও পাঠিয়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-12 at 11.50.05

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শিক্ষক কিসুন বেসরা বুধবার কুলটিকরী পোস্ট অফিসের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। আগের দিন, অর্থাৎ মঙ্গলবার, তিনি একই বার্তা রাষ্ট্রপতির দপ্তরে ইমেল মারফতও পাঠিয়েছেন। চিঠির মাধ্যমে কিসুন এবং তাঁর মতো আরও অনেক যোগ্য অথচ চাকরিচ্যুত শিক্ষক তাঁদের দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।

কিসুন বেসরা জানান, “আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আজ কর্মহীন। দীর্ঘদিন স্কুলে পড়িয়েছি, অথচ আজ আমরা চাকরিহীন। আমাদের একটাই দাবি—পুনরায় চাকরিতে বহাল হওয়ার সুযোগ দেওয়া হোক এবং সম্মানের সঙ্গে স্কুলে ফিরে যেতে দেওয়া হোক”।

WhatsApp Image 2025-06-12 at 11.50.04

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, চাকরি না পেলে তাঁরা পরিবার-পরিজনদের নিয়ে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি প্রার্থনা করতে বাধ্য হবেন। তিনি স্পষ্ট করেন, এটি শুধুমাত্র হতাশা থেকে নয়, বরং ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা রক্ষার এক কঠোর আবেদন।

এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যার গভীরতা এবং তার মানবিক দিক। চাকরিচ্যুত শিক্ষকদের এই আন্দোলন কেবল চাকরির পুনর্বহাল নয়, বরং একটি বৃহত্তর ন্যায়বিচারের দাবিতে রূপ নিচ্ছে।