/anm-bengali/media/media_files/f85YH08HEnD4CR6iBstB.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের হঠাৎ কী হল? বিজেপি নেতার পোস্ট দেখে এমনটাই মনে হচ্ছে। চলছে বিস্তর জল্পনা। আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়াড়ির পোস্ট তোলপাড় করছে রাজনৈতিক মহল। বিজেপি নেতা তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ''আসানসোলের টিএমসির কিছু সিনিয়র নেতা যেমন মলয় দা, তাপস দা, উজ্জল দা এবং বিধান উপাধ্যায় সিতালপুর পান্ডেশ্বরে টিএমসির জনসভা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।আমার ধারণা ডাল মে কুছ কালা হ্যায়।''
এদের মধ্যে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে একাধিক বার কয়লা মামলায় ইডি তলব করলেও নানা কারণে হাজিরা এড়িয়েছেন মন্ত্রী। তবে কি দুর্নীতি? সামনেই লোকসভা নির্বাচন। এদিকে প্রচার থেকে মুখ ফিরিয়েছেন পদে থাকা নেতারা। এখানেই উঠছে প্রশ্ন, হঠাৎ হল কী?
Some Senior Leaders of TMC from Asansol like Moloy Da,Tapas Da,Ujjal Da and Bidhan Upadhyay opted to abstain from the Janasabha of TMC at Sitalpur Pandeswar.
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) September 18, 2023
I guess DAL ME KUCH KALA HAI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us