একের পর এক অভিনব প্রচেষ্টা, নজর কাড়ছে জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত

গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-06 at 21.09.14

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড় থেকে প্রায় ৮ কিমি ভেতরে অবস্থিত জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত। খুব ছোট্ট একটা বাউন্ডারির মধ্যে এই অফিস থাকলেও গ্রাম পঞ্চায়েতের নেওয়া উদ্যোগ গুলি বেশ বড়। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিলকা মুর্মু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব। যে ল্যাবরেটরিতে পরীক্ষা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুণগতমান। তা সে রাস্তাঘাট হোক, কিংবা সরকারি বাড়ি কিংবা পানীয় জলের ব্যবস্থা। শুধু এই গ্রাম পঞ্চায়েতই নয় পাশাপাশি অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্মাণ কাজের গুণগতমান পরীক্ষাও করতে আসতে হয় এই গ্রাম পঞ্চায়েতের ল্যাবে।

এই গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যেখানে প্রতিদিনই চিকিৎসা পরিষেবা নিতে আসেন মা ও শিশু থেকে গ্রামবাসী। তাই শিশুর খাবারের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই একটি রুমে ব্যবস্থা করা হয়েছে বেবি ফিডিং কর্ণার। যেখানে মায়েরা নিশ্চিন্তে বসে সুরক্ষিত ভাবে স্তন্যপান করাতে পারে তাদের শিশুদের। এই ব্যবস্থার ফলে অনেকখানি খুশি তারা।

একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার বিভিন্ন ICDS সেন্টার গুলিতে নির্মাণ করা হয়েছে চিলড্রেন পার্ক। প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে শিশুদের জন্য পাঠাগার। আগামীদিনে এই গ্রাম পঞ্চায়েত এলাকার ICDS সেন্টার গুলিতে সোলার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিগন।