New Update
/anm-bengali/media/media_files/13l2TOiW86gJDXTOLdwC.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝুলন উৎসবে মেতে উঠল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চড়ার গ্রাম। সোমবার থেকে ৪ দিন ব্যাপি চলবে এই ঝুলন উৎসব। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঝুলন উৎসব এখন প্রায় কোথাও হয় না। সেখানে গত ৭ বছর ধরে এই গ্রামে পালিত হয়ে আসছে ঝুলন উৎসব। চড়ার জাগরণ সংঘের পরিচালনায় এবারের ঝুলন উৎসবের থিম কৃষ্ণের মস্তস্কে থাকা প্রিয় ময়ূরপঙ্খী। সোমবার ফিতা কেটে ঝুলন উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ব্রহ্মেশ্বরানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অঞ্জলি দোলাই, জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ, সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ, চড়ার জাগরন সংঘের সভাপতি দেবজিৎ পতি, সম্পাদক রাজেশ রায় সহ অতিথিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us