New Update
/anm-bengali/media/media_files/zXRnVEJ70Z0MGOkBQNLM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রচন্ড গরমে পুড়ছে ঝাড়গ্রাম জেলা। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাপ মাত্র ৪৫ ডিগ্রি র উপর উঠে যাচ্ছে। তার থেকেও সমস্যা অনুভূতি। তাপমাত্রা যা তার থেকে অনুভুতি প্রায় ৬/৭°বেশী। ফলে কখনো অনুভুতি ৫০°ছাড়িয়ে যাচ্ছে।
/anm-bengali/media/media_files/OJbHqffmjj3LsUi77jSR.jpg)
/anm-bengali/media/media_files/xFmjDDBhIILp05iyMdqx.jpg)
সকাল ৭ টার পর বইতে শুরু করছে গরম হাওয়া। ফলে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। প্রচন্ড গরমে সব্জীর ফলন কমায় দাম আকাশ ছোঁয়া। দিন আনা দিন খাওয়া মানুষের সমস্যা বাড়ছে সবদিক থেকেই। এলাকার বহু জায়গায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা তৈরী হয়েছে ঝাড়গ্রাম জেলায়। সবারই এখন একটাই চাহিদা, তা হল বৃষ্টি। অবিলম্বে বৃষ্টি না হলে দূর্ভোগ বাড়বে সাধারন মানুষের।
/anm-bengali/media/media_files/Uevooqe8zRcPjCdsihMA.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us