সরকারের বিরুদ্ধে 'ঝান্ডা গাড়া' কুড়মিদের

এসটি তালিকাভুক্তির দাবি সহ একাধিক বিষয়ে আন্দোলন করে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। সেই মতো একাধিকবার জঙ্গলমহলের খেমাশুলিতে সংগঠনের অবরোধ কর্মসূচি হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
jhanda gara

'ঝান্ডা গাড়া'

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :  পঞ্চায়েত ভোটের আগে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি গ্রামের কুড়মি সম্প্রদায়। ঝান্ডা গাড়া অভিযানের মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে  ফের পথে নামলেন কুড়মিরা। জানা গিয়েছে, কর্মসূচি অনুযায়ী প্রতিটি কুড়মি সম্প্রদায়ের বাড়িতে ঝান্ডা লাগাবেন আদিবাসী কুড়মি সমাজ। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এসটি তালিকাভুক্তির দাবি সহ একাধিক বিষয়ে আন্দোলন করে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। সেই মতো একাধিকবার জঙ্গলমহলের খেমাশুলিতে সংগঠনের অবরোধ কর্মসূচি হয়েছে। তারপরে পঞ্চায়েত ভোটের আগে এই ঝান্ডা গাড়া কর্মসূচি সত্যিই শাসক দলের ঘুম কাড়বে বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। 

এদিন কুড়মি সমাজের রাজ্য কমিটির সদস্য সুশীল মাহাত বলেন, 'সারা গ্রামে ঝান্ডা গাড়া হয়েছে, দু একটা ঘর যারা বাদ পড়ে গেছে, তারাও লাগাতে বলেছে।'