/anm-bengali/media/media_files/2025/09/26/screenshot-2025-09-26-224936-2025-09-26-22-50-57.png)
হরি ঘোষ, কাঁকসা: কালজয়ী অভিনেত্রী জয়াপ্রদার উপস্থিতিতে যেন আলোকিত হল কাঁকসার আন্তরিক পুজো কমিটির দুর্গোৎসব। মহিলাদের অদম্য উদ্যোগে গড়ে ওঠা এই পুজো মণ্ডপে এক অনন্য আবহ তৈরি হয় উদ্বোধনের সন্ধ্যায়। সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১২ বছর ধরে এই পুজো এগিয়ে চলেছে একেবারে নিজস্ব স্বকীয়তায়। উদ্বোধনী মঞ্চে জয়াপ্রদার আগমনে দর্শকদের উচ্ছ্বাস যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সবার চোখে-মুখে ছিল গর্বের আলো কারণ নারীর নেতৃত্বে পরিচালিত এই পুজো কেবল ধর্মীয় উৎসব নয়, নারীর শক্তি ও সংগঠনের প্রতীকও বটে। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহকারি সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, বিধায়ক নেপাল ঘোড়ুই-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে সাধারণ মানুষও একাত্ম হয়ে প্রত্যক্ষ করলেন এক ঐতিহ্যবাহী উৎসবের নব অধ্যায়। বারো বছরের পথচলায় আন্তরিক পুজো কমিটি প্রমাণ করেছে, দৃঢ় মনোবল আর একতার শক্তি দিয়ে যে কোনও স্বপ্নকেই বাস্তব রূপ দেওয়া সম্ভব। এবারের দুর্গোৎসবে জয়াপ্রদার হাত ধরে সেই সাফল্যের ইতিহাসে যুক্ত হল নতুন এক উজ্জ্বল অধ্যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/26/screenshot-2025-09-26-224919-2025-09-26-22-51-08.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us