/anm-bengali/media/media_files/aNB3SE2AUgbHxa7J5Ke6.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল বঙ্গ। প্রতিদিন আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে শহরের রাজপথে। এই আবহে জলপাইগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর চেষ্টায় এক সেনা জওয়ানকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সঙ্গে এক লক্ষ জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে নাবালিকার বাবার বন্ধু তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ও দেখানো হয়। সঙ্গে নাবালিকাকে গর্ভনিরোধক ওষুধ দেওয়া হয়। কিছুদিন পরই নির্যাতিতা রক্তপাত শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনই জানা যায় গর্ভনিরোধক ওষুধের ফলে এই রক্তপাত। এরপরই নাবালিকা বিষয়টি তার বাড়িতে জানায়। পরিবারের তরফে জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠীর এজলাসে শুনানি চলে। নির্দিষ্ট তথ্য প্রমাণ ১৩জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর শনিবার অভিযুক্তের সাজা ঘোষণা করেন বিচারক।
মামলার সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দও বলেন, "২০২২ সালে আসামি নিজের বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে। সেই সময় নির্যাতিতা নবম শ্রেণিতে পড়ত। আদালত সব দিক খতিয়ে দেখে সেনা জওয়ানের ২৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us