/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-20-09-47.jpeg)
হরি ঘোষ, আসানসোল: আদালতের ভেতর জয় শ্রীরাম স্লোগান। দুষ্কৃতীকে ঘিরে ধরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের অভিযোগ তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতী। তাই তারা প্রতিবাদে নেমেছে। এর সাথে রাজনৈতিক যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। ধৃত দুষ্কৃতীর নাম বাদশা আনসারী সেখ। সে গোলসীর পারাজের বাসিন্দা।
আসানসোলের কালিপাহাড়ির করণ চৌবে নামের বিজেপির এক সক্রিয় কর্মী দিন দুয়েক আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সাইকেলের সামনে-পিছনে লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুদবুদের ১৯ নম্বর জাতীয় সড়কে সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ-সভাপতি রমন শর্মা। বিজেপি কর্মীদের অভিযোগ, বুদবুদ ৩নং গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় সাইকেল। ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের ছবি। তারপরেই তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করে। রাতেই বুদবুদ থানার পুলিশ বাদশা আনসারী নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করছিল বুদবুদ থানার পুলিশ। তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে যায় বিজেপির কর্মীরা। ওই দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালতের ভেতর ঢুকে যেতেও দেখা যায় বিজেপি কর্মীদের। দুষ্কৃতীকে কড়া শাস্তি দিতে হবে বলেও দাবি করা হয়। বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সক্রিয় কর্মী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। অটল বিহারি বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তখনই বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। তারপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতী। ওই দুষ্কৃতীর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা কড়া শাস্তি চাইছি। সেই জন্যই আমাদের এই বিক্ষোভ" । পাল্টা কটাক্ষ করে প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব বলেন, "এর পিছনে রাজনৈতিক যোগ নেই। অন্য কোনও কারণে হয়তো এই ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে বিজেপির কর্মীরা কাজ না করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এসব বিক্ষোভ দেখাচ্ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-16-28-55.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us