রেলের অনুষ্ঠানে উঠল জয় শ্রীরাম স্লোগান, বিতর্ককে পাত্তাই দিলেন না দিলীপ ঘোষ

মাস কয়েক আগেই বন্দে ভারত ট্রেনের সূচনা লগ্নে হাওড়া স্টেশনে উঠেছিল জয় শ্রীরাম স্লোগান। রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

author-image
SWETA MITRA
New Update
dilip ghosh.jpg

খড়গপুরে দিলীপ ঘোষ


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মাস কয়েক আগেই বন্দে ভারত ট্রেনের সূচনা লগ্নে হাওড়া স্টেশনে উঠেছিল জয় শ্রীরাম স্লোগান। রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঠিক একই রকমভাবে মেদিনীপুর স্টেশনে রেলের অনুষ্ঠানে দিলীপ ঘোষ (Dilip Ghosh) পৌঁছাতেই উঠল জয় শ্রীরাম স্লোগান। লিফট উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি। সেইসময় স্টেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিয়ারএম সহ একাধিক রেল আধিকারিক। স্বাভাবিকভাবেই এহেন আকস্মিক ঘটনায় অস্বস্তিতে পড়েছেন রেলকর্তারা। এদিকে এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল। এটাই বিজেপির সংস্কৃতি বলে দাবি জেলা তৃণমূল (TMC)-এর সভাপতি সুজয় হাজরার। যদিও বিতর্কের কিছুই দেখছেন না বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হাসিমুখেই বিতর্ক এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেল আধিকারিকদের তরফে।