/anm-bengali/media/media_files/4CCRkS7D9EjicFipCN2G.jpg)
অনুস্মিতা ভট্টাচার্য: গতকাল লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। বাংলায় সবুজ ঝড় উঠেছে কাল। কেন্দ্রগত বিশ্লেষণে হাতেগোনা আসন দখল করতে পেরেছে বিজেপি। রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পেয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৩৯৬ ভোট। তিনি জিতেছেন এই কেন্দ্রে। বিপক্ষে ছিলেন সদ্য বিজেপি থেকে দল বদল করা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী।
/anm-bengali/media/post_attachments/e74bde53895e0b99598e2cdf0edf87afd2a7195212e6095d3a40e1c541bf7c98.jpg)
বিজেপি প্রার্থীকে প্রশ্ন করা হয় কাল জয়ের পর প্রথম শুভেচ্ছা কার কাছ থেকে তিনি পেয়েছেন? জগন্নাথ সরকার এই জয় সম্পর্কে এএনএম নিউজকে বলতে গিয়ে জানান, 'আমি সাধারণ কর্মীদেরই আবেগ, উচ্ছ্বাসের বাঁধনে আবদ্ধ হয়েছি। কারণ আমার কাছে ফোন তখন ছিল না। ফোনের মাধ্যমে যে সেটা পাব তা সম্ভব হয়নি আর তারপরে সেই আবেগে ভেসে গেছি। ফোন আমার নিরাপত্তা রক্ষীর কাছে জমা দিয়ে চলে গেছিলাম। আর পরে সেই উচ্ছ্বাস কাটিয়ে আমি ফোনটা দেখলাম যে বহু বন্ধু-বান্ধব, বহু লোক ফোন করেছে। আর সেটা দেখারও বা কল ব্যাক করারও সময় পাইনি। তারপর আস্তে আস্তে শুভেচ্ছা বিনিময় চলছে। বাড়িতেই চলছিল, এখন জেলা পার্টি অফিস কেন্দ্রে বসে আছি'।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us