প্রয়োজনে পরমাণু হামলা চালাবো! ভারতকে নতুন করে হুমকি দেওয়ার চেষ্টা পাক রাষ্ট্রদূতের
ফুটবলের বল গড়িয়েছিল প্রোমোটারের ফ্ল্যাটে, কিশোরদের বাঁশপেটা! গ্রেফতার প্রোমোটার
হাসি মুখে সমস্ত দায় নেব! চার দশক পর ১৯৮৪-র শিখ দাঙ্গার দায় স্বীকার রাহুল গান্ধীর
পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে! বায়ু সেনার প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক প্রধানমন্ত্রীর
বৈসরণ উপত্যকায় ১৫ দিন আগেই খোলা হয়েছিল দোকান! হামলার দিন কেন বন্ধ ছিল ... কারণ জানলে শিউরে উঠবেন
BREAKING : মানুষকে উস্কাচ্ছেন ওয়াইসি ! ওয়াক্ফ ইস্যুতে ওয়াইসিকে কটাক্ষ করলেন জগদম্বিকা পাল
সাতসকালে হাতির হানা, মৃত্যু এক
কেদারনাথের পর খুলে গেল বদ্রীনাথ মন্দির, পুষ্পবৃষ্টি আর জয়ধ্বনিতে মুখরিত ধাম
BREAKING : পহেলগাঁও হামলা নিয়ে সরকারকে ফের দ্রুত পদক্ষেপের আহ্বান জানালেন ওয়াইসি !

জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে উত্তপ্ত কৃষ্ণনগর, চললো পুলিশের লাঠিচার্জ

তাঁদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় বলেও অভিযোগ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে ধুন্ধুমার কৃষ্ণনগরে। ব্যাপক বিশৃঙ্খলা কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে। বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হল পুলিশকে। দূর-দুরান্ত থেকে যারা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েন। দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। 

জানা গিয়েছে, কৃষ্ণনগরের বাঘাডাঙা বারোয়ারি পুজোর প্রতিমা রাজবাড়িতে নিয়ে যাওয়ার সময় অশান্তি শুরু হয়। নিমেষে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। বাধ্য হয়েই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বিসর্জনে যারা এসেছিলেন, তাঁদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় বলেও অভিযোগ। 

publive-image

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় নিয়ম আছে যে বারোয়ারি পুজোর প্রতিমাগুলি প্রথমে রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর জলঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়। সেই রীতি মতোই বাঘাডাঙা সহ বেশ কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমা রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড় ও ধাক্কাধাক্কির শুরু হয়। ভিড় ও ধাক্কাধাক্কির চাপে আশেপাশে ব্যারিকেড ভাঙে। সরকারি সম্পত্তি নষ্ট হওয়া নিয়েই পুলিশের সঙ্গে বচসা বাধে বিসর্জনে সামিল উদ্যোক্তা ও সাধারণ মানুষদের। এরপরই অশান্তি শুরু হয়। বাধ্য হয়ে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। 

publive-image