ধীরে ধীরে পরিণত হয়ে যাচ্ছে শ্মশান ভূমিতে- অগ্নিমিত্রা পলের এক ট্যুইটে রাজ্য জুড়ে শোরগোল- তৃণমূলকে নিয়ে এ কি বললেন?

ধীরে ধীরে পরিণত হয়ে যাচ্ছে শ্মশান ভূমিতে, কি বললেন অগ্নিমিত্রা পল?

author-image
Aniket
New Update
অগ্নিমিত্রা পল - মমতা বন্দ্যোপাধ্যায়

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার অগ্নিমিত্রা পল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক ট্যুইট করে রাজ্যে শোরগোল ফেলে দিলেন।

agnimitra mamatakl.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "ফড়েদের দৌরত্বে বাংলার কৃষকদের মাথায় হাত! কেন্দ্রীয় সরকার বীজ পাঠালেও তা পাচ্ছেন না আসল কৃষকরা। তৃণমূল নেতাদের দুর্নীতির সৌজন্যে সেই বীজ বিক্রি হয়ে যাচ্ছে কালো বাজারে, চাষিরা তাদের চাষের দাম পাচ্ছেন না, আস্তে আস্তে তাদের ধানী জমি দখল করে নিচ্ছে তৃণমূল আশ্রিত ফড়েদের দল। বাংলায় চাকরি নেই, শিল্প নেই, কৃষি নেই, আর তৃণমূল সরকারের দৌলতে আমাদের রাজ্য ধীরে ধীরে পরিণত হয়ে যাচ্ছে শ্মশান ভূমিতে"।