New Update
/anm-bengali/media/media_files/WHVo4FeDGpgsiSCSWtjK.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে সিবিআই তদন্ত নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি তৃণমূলকে চোর বলে কটাক্ষ করেছেন। এক এক্স বার্তায় তিনি লিখেছেন, '' সুপ্রিম কোর্ট সিবিআই সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছে। তার মানে তো এই নয় যে সিবিআইকে এখনই সব তদন্ত বন্ধ করতে নির্দেশ দিয়েছে। কিন্তু এতেই তৃণমূল আহ্লাদে আটখানা, বলছে আমরা জিতে গেছি। সিবিআই তদন্ত যথারীতি করে যাবে। শত চেষ্টা সত্ত্বেও তৃণমূল চোরেদের বাঁচাতে পারবে না। ''
সুপ্রিম কোর্ট সিবিআই সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছে। তার মানে তো এই নয় যে সিবিআইকে এখনই সব তদন্ত বন্ধ করতে নির্দেশ দিয়েছে ! কিন্তু এতেই তৃণমূল আহ্লাদে আটখানা, বলছে আমরা জিতে গেছি !
— Tathagata Roy (@tathagata2) July 11, 2024
সিবিআই তদন্ত যথারীতি করে যাবে। শত চেষ্টা সত্ত্বেও তৃণমূল চোরেদের বাঁচাতে পারবে না।…