New Update
/anm-bengali/media/media_files/FpIY0jDBFqeJBk2EsbB3.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে নেতাজী বিদ্যামন্দির হাইস্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করা হলো আজ। উপস্থিত ছিলেন চৌকা হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রকাশ প্রামানিক।
/anm-bengali/media/media_files/nOpjkzTzuT8rP2RsMoIK.jpeg)
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি বিকাশ চন্দ্র কর,পরিচালন সমিতির সদস্য প্রশান্ত বাইরে মহাশয় শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দ।এদিন একটি আর্ট গ্যালারি প্রদর্শিত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us