New Update
/anm-bengali/media/media_files/2024/11/27/dge6gLhJnUh2SmEXJN7f.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে বড় মন্তব্য করলেন ইসকন কলকাতার সহ-সভাপতি। তিনি বলেন,''“আজ অক্ষয় তৃতীয়ার দিন, দিঘায় জগন্নাথের এক বৃহৎ মন্দিরের উদ্বোধন হয়েছে, আর ঠিক সেইসময়ের প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। এটি ভগবান জগন্নাথের কৃপা।”
/anm-bengali/media/media_files/2024/12/07/F42OgiYgD9in4lROfPZY.jpg)
এরপর তিনি বলেন,''আমরা আশা করি, এখন থেকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছিল, তা কমে যাবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us