BREAKING : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ! জগন্নাথের কৃপা বললেন ইসকন কলকাতার সহ-সভাপতি

কি বললেন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস ?

author-image
Debjit Biswas
New Update
chinmay krishna das

নিজস্ব সংবাদদাতা : এবার বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে বড় মন্তব্য করলেন ইসকন কলকাতার সহ-সভাপতি। তিনি বলেন,''“আজ অক্ষয় তৃতীয়ার দিন, দিঘায় জগন্নাথের এক বৃহৎ মন্দিরের উদ্বোধন হয়েছে, আর ঠিক সেইসময়ের প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। এটি ভগবান জগন্নাথের কৃপা।”

gf

এরপর তিনি বলেন,''আমরা আশা করি, এখন থেকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছিল, তা কমে যাবে।”