New Update
/anm-bengali/media/media_files/dDpv6jwUs05u8HOBZTgP.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়িয়ে যাওয়া তেহট্টের বিধায়ক তাপস সাহার (TMC MLA) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এতদিন ধরে এই মামলার তদন্ত চালিয়ে যাওয়া দুর্নীতিদমন শাখার কাছে রাজ্য পুলিশের প্রশ্ন, 'কেন তাপসকে গ্রেফতার করা হয়নি?' 'ভারতীয় দণ্ডবিধি (IPC) অনুসারে কেন বিধায়কের বিরুদ্ধে উপযুক্ত ধারা আরোপ করা হলো না?' ফলে এবার বিধায়ককে গ্রেফতার করা কি শুধু সময়ের অপেক্ষা?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us