দীর্ঘ ৪০ বছরের সমস্যার সমাধান সেচমন্ত্রী মানস ভূঁইয়ার হাত ধরে

খুশি পিংলা এবং সবংয়ের কৃষকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-11 at 12.52.02 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ভিত্তিক এলাকা সবং এবং পিংলা। দীর্ঘ ৪০ বছর ধরে অতিরিক্ত টাকা দিয়ে চাষ করতে হত কৃষকদের। সরকারিভাবে চাষের জল সেই ভাবে পেত না এই এলাকার কৃষকরা। যারাই চাষ করত তাদের মেসিনের তেল খরচ করে আর অতিরিক্ত ইলেকট্রিক বিল দিয়ে পাম্প চালিয়ে চাষ করতে হত। সেই সমস্যার সামধান করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেচ দফতর থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে পিংলার জামনা থেকে সবংয়ের বাড়জীবন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারের বেশী এলাকাজুড়ে খাল সংস্কারের কাজ চলছে দ্রুততার সঙ্গে। এর ফলের মোহনপুরে ব্যারেজে থাকা কংসাবতীর জল বিন্যামূল্যে এই এলাকার আড়াই লক্ষ চাষী পাবে। ইতিমধ্যেই কাজ চলছে দ্রুততার সঙ্গে। আর মাস খানেকের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরেই ক্যানেলের মাধ্যমে চাষের জল পেয়ে উপকৃত হবে আড়াই লক্ষ চাষী। আর এতেই আনন্দিত পিংলা ও সবংয়ের চাষী মহল। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানস রঞ্জন ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, "আমি অনেক দিন থেকেই উদ্যোগ নিচ্ছি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ হচ্ছে। আমরা খুশি। চাষীরাও খুশি। এই এলাকার আড়াই লক্ষ প্রান্তিক চাষী বিনামূল্যে চাষের জল পাবে"। 

 

Manas