শিলাবতীর জলস্তর দেখলেন এবং ত্রাণ তুলে দিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া

মন্ত্রীর সঙ্গে কারা ছিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-10 at 2.31.43 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনার সিমলা গ্রামে সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া। গ্রামের শিলাবতী নদীর জলস্তর দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেন ও সেই সাথে ত্রাণ তুলে দেন বাসিন্দাদের হাতে। গত বছর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রাম। জলবন্দি হয়ে পড়েছিল সিমলাসহ আশেপাশের একাধিক গ্রামের মানুষ। সিমলা গ্রামের সামনে রয়েছে শিলাবতী আর পেছনে কেঠিয়া নদী। জুনের ভয়াবহ বন্যায় দুই নদীর জল উপচে প্লাবিত হয়েছিল রাস্তাঘাট থেকে কৃষি জমিও। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুনরায় জল বেড়েছে শিলাবতী ও কেঠিয়া নদীতে। এবার বন্যার আগেই আধিকারিক থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার শিলাবতী নদী পরিদর্শন ও এলাকায় ত্রাণ বিতরণ করেন মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া। মন্ত্রীর হাত থেকে ত্রাণ নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় সেখানে।

Manas