/anm-bengali/media/media_files/2025/07/09/whatsapp-image-2025-07-09-2025-07-09-16-25-33.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আজ ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর পার্শ্ববর্তী এলাকা ও জলবাহিত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সকালে তিনি ঝাড়গ্রাম সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করেন। পরিদর্শনের প্রথম গন্তব্য ছিল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া এলাকার কাঁথুয়া খালের কজওয়ে। সেখানে কজওয়ের অবস্থা খতিয়ে দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। এরপর মন্ত্রী মালঞ্চ গ্রামে যান এবং সুবর্ণরেখা নদীর পাড় ভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। ভাঙনের ভয়াবহতা দেখে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সেখান থেকেই সংশ্লিষ্ট দফতরের সচিবকে ফোন করে বিষয়টি জানান। মন্ত্রী গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আতঙ্কিত হবেন না, মুখ্যমন্ত্রী নিজে আমাকে এই এলাকায় পাঠিয়েছেন পরিস্থিতি দেখে দ্রুত ব্যবস্থা নিতে। সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে"। পরবর্তী পর্যায়ে তিনি যান গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের অমরদা এলাকায় যেখানে প্রবল জলের তোড়ে রাস্তার অবস্থা বেহাল। এরপর সাতমা এলাকায় নদী ভাঙন ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিকেলে জেলা প্রশাসকের দফতরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিদর্শনকৃত এলাকা সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পরবর্তী কার্য নির্ধারণ করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-161326-2025-07-09-16-13-42.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us