New Update
/anm-bengali/media/media_files/2025/08/19/whatsapp-image-2025-08-19-2025-08-19-17-01-55.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়গপুর স্টেশনে। সেই কাজের সূত্রেই স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম। সেই বিমটিকে ধরেই খেলছিল ৮ বছরের এক ভবঘুরে শিশু। হঠাৎই ওই বিম পড়ে যায় তার শরীরের উপর। আর তাতেই চাপা পড়ে যায় ওই শিশু। সঙ্গে সঙ্গেই রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটি তার পরিবারের সাথে স্টেশন চত্বরেই থাকত বলে জানা গেছে। তবে, মর্মান্তিক এই ঘটনা ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই এক্ষেত্রে রেলের গাফিলতির অভিযোগ আনছেন। খড়গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us