মৃত শ্রমিক পরিবারের পাশে আইএনটিটিইউসির জেলা সভাপতি

কি ঘটেছে ওই শ্রমিকের সঙ্গে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-11 at 6.55.14 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার ক্ষীরপাই সীমা কোল্ড স্টোরেজের এক শ্রমিক কর্মী ট্রাক্টর থেকে আনলোডিং কাজের সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। 

death

আজ ঘটনাস্থলে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সনাতন বেরা তার পরিবার-পরিজনের সাথে দেখা করে শোকজ্ঞাপনের মাধ্যমে সমবেদনা জানান এবং মালিকপক্ষের থেকে পারিশ্রমিকের বকেয়া অর্থ নিয়ে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। সনাতন বেরা আরো জানান দল ওই পরিবারের পাশে সমসময় থাকবে। সনাতন বেরার সঙ্গে স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।