/anm-bengali/media/media_files/2025/06/21/d9a383ea-8205-439f-a595-c2d2e43451ba-2025-06-21-14-22-04.jpeg)
সোমনাথ মুখার্জি, অন্ডাল: শনিবার অন্ডালের বাকলা এরিয়ার গুলমোহর ক্লাবে উদ্বোধন হলো আন্তর্জাতিক যোগ মহোৎসবের। উদ্বোধন করলেন বাকলা এরিয়ার জেনারেল ম্যানেজার এস কে সাহু, আর্ট অফ লিভিং এর স্টেট কাউন্সিল সুমিত ব্যানার্জি, আন্তর্জাতিক যোগা শিক্ষক প্রদীপ কুমার পাঠক, জাতীয় যোগা শিক্ষক সুশীল কুমার সিং এবং তাপস রায় ও পরমজিত রায়। এছাড়াও ছিলেন ইসিএলের বাকলা এরিয়ার আধিকারিকগণ।
/anm-bengali/media/post_attachments/f9e36bce-6f4.png)
এদিন আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধনের পর ইসিএলের কর্মী ও এলাকার প্রায় শ'খানেক মানুষ এদিন যোগা দিবসে যোগা শিবিরে অংশগ্রহণ করে যোগ প্রশিক্ষণ করেন।
/anm-bengali/media/post_attachments/db315372-819.png)
আর্ট অফ লিভিং এর স্টেট কাউন্সিল সুমিত ব্যানার্জি জানান, আজ থেকে তিন দিনের যোগা প্রশিক্ষণ শুরু হল। তিনি বলেন, রবিবার সকালবেলা যোগা প্রশিক্ষণের পর হবে বসে আঁকো প্রতিযোগিতা এবং যোগা প্রতিযোগিতা।
/anm-bengali/media/post_attachments/7d5d84ac-36e.png)
সারাদিন ব্যাপী, চলবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীকে পুরস্কৃত করা হবে। সুমিত বাবু বলেন দুই প্রতিযোগিতায় কমবেশি চারশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। এছাড়াও রবিবার সন্ধ্যায় আর্ট অফ লিভিং এর মেগা সৎসং ও নলেজ সেশন হবে। সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে সেলিব্রেশন। সেলিব্রেশনে থাকছে যোগার উপর ভিত্তি করে নৃত্য, নাটক ও যোগার ওপর ভিত্তি করে বিশেষ পারফরম্যান্স।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us